• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

সপ্তাহের শেষ দিনে সূচক সামান্য বাড়লেও কমেছে লেনদেন


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৩, ২০২১, ০৩:২৭ পিএম
সপ্তাহের শেষ দিনে সূচক সামান্য বাড়লেও কমেছে লেনদেন

সংগৃহীত ছবি

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান সূচকের সামান্য বেড়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে এখন অবস্থান করছে ৭ হাজার ২৫০ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৬৭৩ পয়েন্টে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে হয়েছে ১৫৮১ পয়েন্ট।

আজ ডিএসইতে ১ হাজার ৮৫২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ২৯৮ কোটি ২৫ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ১৫০ কোটি ৬৮ লাখ টাকার।

আলোচ্য দিনটিতে ডিএসইতে মোট ৩৭৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৫টির, দর কমেছে ১৮৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির।

এদিকে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৪ পয়েন্ট কমে ২১ হাজার ১৬১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৫০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!