• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ডিএসইর প্রধান সূচক ৭৩০০ পয়েন্ট ছাড়াল


নিউজ ডেস্ক সেপ্টেম্বর ২৯, ২০২১, ০৩:৩৩ পিএম
ডিএসইর প্রধান সূচক ৭৩০০ পয়েন্ট ছাড়াল

সংগৃহীত ছবি

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ৭ হাজার ৩০০ পয়েন্টের মাইলফলক অতিক্রম করেছে। যা সূচকটি ২০১৩ সালের ২৭ জানুয়ারি চালু হওয়ার পর সর্বোচ্চ অবস্থান। পাশাপাশি এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কিছুটা বেড়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৩০২ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে দাঁড়িয়েছে ২৬৯৬ এবং ১৫৮৩ পয়েন্টে।
 
আজ ডিএসইতে ২ হাজার ২৬৯ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১৩৩ কোটি ৭২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ১৩৫ কোটি ৭৩ লাখ টাকার।

আলোচ্য দিনটিতে ডিএসইতে মোট ৩৭৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, দর কমেছে ২২৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির।

অন্যদিকে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১৬ পয়েন্ট কমে ২১ হাজার ৩১৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৯১ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার।

সোনালীউজ/এমএইচ

Wordbridge School
Link copied!