• ঢাকা
  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

সেপ্টেম্বরে বেড়েছে ২৭ হাজার বিনিয়োগকারী


নিজস্ব প্রতিনিধি অক্টোবর ৪, ২০২১, ১০:০৮ এএম
সেপ্টেম্বরে বেড়েছে ২৭ হাজার বিনিয়োগকারী

ফাইল ছবি

ঢাকা: সদ্য বিদায়ী সেপ্টেম্বর মাসে শেয়ারবাজারে বিনিয়োগকারী বেড়েছে ২৭ হাজারেরও বেশি। অথাৎ শেয়ারবাজারের উত্থান ঢেউয়ে সেপ্টেম্বর মাসজুড়ে নতুন বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবধারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সূত্রে জানা যায়, আগস্ট মাসের শেষ দিন শেয়ারবাজারে বিও হিসাব ছিল ১৯ লাখ ৭২ হাজার ৬৮৫টি। আর সেপ্টেম্বর মাসের শেষ দিন বিও হিসাব ১৯ লাখ ৯৯ হাজার ৭৩৬টিতে দাঁড়ায়। অর্থাৎ সেপ্টেম্বর মাসে ২৭ হাজার ৫১টি বিও হিসাব বেড়েছে।

সেপ্টেম্বর মাসে পুরুষদের বিও হিসাব ২০ হাজার ২৩৯টি বেড়ে দাঁড়িয়েছে ১৪ লাখ ৮৫ হাজার ৬৯৬টিতে। আগস্ট মাসের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল ১৪ লাখ ৬৫ হাজার ৪৫৭টিতে। আর সেপ্টেম্বর মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছয় হাজার ৫৩৪টি বেড়ে চার লাখ ৯৯ হাজার ১১৯টিতে দাঁড়িয়েছে। আগস্ট মাসের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল চার লাখ ৯২ হাজার ৫৮৫টিতে।

আগস্ট মাসের শেষ দিন কোম্পানি বিও হিসাব ছিল ১৪ হাজার ৬৪৩টিতে। কোম্পানি বিও ২৭৮টি বেড়ে সেপ্টেম্বর মাসের শেষ দিন দাঁড়িয়েছে ১৪ হাজার ৯২১টিতে।

সেপ্টেম্বর মাসে দেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের ২৬ হাজার ৬৪৩টি বিও হিসাব বেড়েছে। এর মাধ্যমে সেপ্টেম্বর মাসের শেষ দিন দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১৮ লাখ ৯৪ হাজার ৩৩২টিতে। যা আগস্ট মাসের শেষ দিন ছিল ১৮ লাখ ৬৭ হাজার ৬৮৯টিতে।

সেপ্টেম্বর মাসে বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের ১৩০টি বিও হিসাব বেড়ে দাঁড়িয়েছে ৯০ হাজার ৪৮৩টিতে। আগস্ট মাসের শেষ দিন বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৯০ হাজার ৩৫৩টিতে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!