• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

অস্বাভাবিক শেয়ার দর বাড়ার কারণ জানে না সাইফ পাওয়ারটেক


নিজস্ব প্রতিনিধি অক্টোবর ৪, ২০২১, ০১:০৯ পিএম
অস্বাভাবিক শেয়ার দর বাড়ার কারণ জানে না সাইফ পাওয়ারটেক

ফাইল ছবি

ঢাকা : মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেডের শেয়ার দর। 

কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সম্প্রতি সাইফ পাওয়ারটেকের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে কোম্পানিটিকে ৩ অক্টোবর একটি তদন্ত নোটিশ পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পরযবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৫ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ৩১ টাকা। ৩ অক্টোবর কোম্পানিটির শেয়ার দর ৪৩ টাকায় উন্নীত হয়।

কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!