• ঢাকা
  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

কার্যক্রম ডিজিটাল করতে সফটওয়্যার চালু করলো লুব রেফ


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১১, ২০২১, ০৬:০১ পিএম
কার্যক্রম ডিজিটাল করতে সফটওয়্যার চালু করলো লুব রেফ

সংগৃহীত ছবি

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড এর প্রধান শাখায় সেন্ট্রালাইজড ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার এর উদ্বোধন করা হয়েছে। 

রোববার (১০ অক্টোবর) “সিস্টেমস এপ্লিকেশন এন্ড প্রোডাক্ট ইন ডাটা প্রোসেসিং বা এসএপি” নামের এই সফটওয়্যারটির কার্যক্রম উদ্বোধন করা হয়। এখন থেকে লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড এর সকল কর্মকান্ড ডিজিটাল পদ্ধতিতে এই সফটওয়্যারের মাধ্যমে সম্পাদিত হবে। 

সফটওয়্যাটি চালুর অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ ইউসুফ বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দেশের সকল সরকারী-বেসরকারী অফিস-আদালতে ডিজাটাল পদ্ধতির পরিচালন ব্যবস্থায় আজ আমরা আরো এক ধাপ এগিয়ে গেলাম। ”

“আমরা আশা করছি দেশীয় লুব্রিকেন্ট ব্র্যান্ড হিসেবে ‘বিএনও’ দেশের অর্থনীতিতে আরও বেশি করে অবদান রাখতে পারবো”, যোগ করেন তিনি। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানিটির মার্কেটিং বিভাগের পরিচালক সালাউদ্দিন ইউসুফ, রিয়েল এস্টেট এন্ড এসেটম্যানেজমেন্টের পরিচালক ডা. ইশরাত জাহান, হেড অব কর্পোরেট ফাইন্যান্স এন্ড ম্যানেজমেন্ট  সুহাইল আহমেদ, টেকনিক্যাল বিভাগের জেনারেল ম্যানেজার (জিএম) জিএম ড. খন্দকার জাকির হোসাইন এবং প্রধান মানবসম্পদ কর্মকর্তা ও কোম্পানী সচিব মো. মশিউর রহমান (এসিএস)।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!