• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

প্রথম প্রান্তিকে সোনালী পেপারের মুনাফা বেড়েছে ১০ গুন


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১২, ২০২১, ০৫:৪৫ পিএম
প্রথম প্রান্তিকে সোনালী পেপারের মুনাফা বেড়েছে ১০ গুন

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা যায়, কোম্পানিটি গত বছরের একই প্রান্তিকের থেকে এবার ৯৫৯.৩৪ শতাংশ বা ১০.৫৯ গুন বেশি মুনাফা করেছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) কোম্পানিটি ট্যাক্স পরবর্তী মুনাফা করেছে ১২ কোটি ১৮ লাখ ৮৭ হাজার ৮৬৯ টাকা। যা গত বছরের একই প্রান্তিকে হয়েছিলো ১ কোটি ১৫ লাখ ৫ হাজার ৯৯৫ টাকা। এ হিসেবে চলতি বছরের প্রথম প্রান্তিকে গত বছরের এইক সময়ের তুলনায় ১১ কোটি ৩ লাখ ৮১ হাজার ৮৭৪ টকা বা ১০.৫৯ গুন মুনাফা বাড়িয়ে নিতে পেরেছে কোম্পানিটি।

জুলাই-সেপ্টেম্বর'২১ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৬৬ পয়সা। যা গত বছরের একই প্রান্তিকে হয়েছিলো ৬৯ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাড়িয়েছে ২৯০ টাকা ৯৯ পয়সা। যা গত বছরের একই প্রান্তিকে হয়েছিলো ২৮৪ টাকা ৮৩ পয়সা।

এর আগে ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস।
 
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে রেকর্ড ডেট ছিলো গত ৭ অক্টোবর।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিলো ৪ দশমিক ৮৯ টাকা। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ৬ টাকা ৬৬ পয়সা।

আর ২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছিলো ২৮৪ দশমিক ৩৩ টাকা। সেটি বেড়ে সেপ্টেম্বরে হয়েছে ২৯০ টাকা ৯৯ পয়সা।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!