• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

৩ মাসের সর্বনিম্ন লেনদেন ডিএসইতে


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১, ২০২১, ০৪:৪২ পিএম
৩ মাসের সর্বনিম্ন লেনদেন ডিএসইতে

ফাইল ফটো

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে এদিন টাকার অংকে সাড়ে ৩ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (১ নভেম্বর) ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৯৯৮ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৫ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়েছে।

ডিএসইতে আজ ১ হাজার ২৭৫ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা গত সাড়ে ৩ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। এর আগে গত ১৯ জুলাই ডিএসইতে এক হাজার ২৬৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে আগের দিন থেকে ৩৬১ কোটি ৬২ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৩৭ কোটি ২ লাখ টাকার।

সোমবার ডিএসইতে মোট ৩৭৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৩টির, দর কমেছে ২০৫টির। বাকি ৩৮টি কোম্পানির শেয়ারদর এদিন অপরিবর্তিত ছিল।

অন্যদিকে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৯৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৭৫ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৪৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!