• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

‘বাংলাদেশে বিনিয়োগ করে উন্নয়ন যাত্রায় শামিল হওয়ার এখনই সময়’


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৯, ২০২১, ১১:১৬ এএম
‘বাংলাদেশে বিনিয়োগ করে উন্নয়ন যাত্রায় শামিল হওয়ার এখনই সময়’

সংগৃহীত ছবি

ঢাকা: প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ‘বাংলাদেশে বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা আছে। বাংলাদেশ সামনের দিনে নেক্সট লেভেলে যাওয়ার অপেক্ষায় আছে। তাই, বাংলাদেশে বিনিয়োগ করার এখনই সময়। এখানে বিনিয়োগ করে উন্নয়নের যাত্রায় শামিল হন।’

সোমবার (৮ নভেম্বর) যুক্তরাজ্যে ম্যানচেস্টারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার্স’ শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, বিডা’র চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

সালমান এফ রহমান বলেন, ‘বাংলাদেশ সেই আগের মতো নেই, এখন অনেক উন্নত হয়েছে। তবে, তথ্য বিভ্রাটের কারণে বাংলাদেশের প্রকৃত চিত্র বিশ্ববাসীরা জানতে পারছেন না। এখনও কোনো কোনো জায়গায় বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হয় দরিদ্র, বন্যা ও ঘূর্ণিঝড়কবলিত দেশ হিসেবে। তাই, গত এক দশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের চিত্র তুলে ধরতেই এ রোড শোয়ের আয়োজন করা হয়েছে।’

তিনি বলেন, ‘আপনাদের সবাইকে বাংলাদেশে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিশেষ করে, এ অনুষ্ঠানে উপস্থিত সব ব্রিটিশ বিনিয়োগকারীকে বাংলাদেশে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যুক্তরাজ্যে যারা প্রবাসী বাংলাদেশি আছেন, তাদেরকেও দেশে বিনিয়োগের জন্য আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এজন্য আপনাদের ধন্যবাদ জানাই। আমি মনে করি, প্রবাসীরা বাংলাদেশের প্রকৃত বিনিয়োগকারী। প্রবাসীরাই বিশ্ববাসীর সামনে বাংলাদেশকে তুলে ধরেন।’

সোনালীনিউজ/এমএইচ
 

Wordbridge School
Link copied!