ঢাকা: তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলস লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) টাকা ব্যবহারের সময় বাড়িয়েছে। কোম্পানিটির থ্রি হুইলার প্রকল্পের কাজ ২০২২ সালের ৩১ ডিসেম্বর পরযন্ত বাড়ানো হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি আইপিও’র টাকা ব্যবহারে সংশোধনী এনে ৩ চাকার যান বা থ্রি-হুইলার উৎপাদনের সিদ্ধান্ত নেয়। কোম্পানিটি ২৪ মাসের মধ্যে কাজটি শেষ করতে চেয়েছিল। ইতোমধ্যে কোম্পানিটি এলসি খুলে যন্ত্রপাতি কিনে কাজ শুরু করেছে।
কিন্তু কোভিড-১৯ পরিস্থিতিতে লকডাউনের কারণে উৎপাদন শুরু করতে কোম্পানিটির দেরি হয়েছে। একারণে কোম্পানিটি আগামী বছরের ৩১ ডিসেম্বর পরযন্ত প্রকল্পটির সময় বাড়িয়েছে।
রানার অটো প্রকল্পটির বিষয়ে আসন্ন এজিএমে শেয়ারহোল্ডারদের এবং নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সম্মতি নিবে।
সোনালীনিউজ/এমএইচ
আপনার মতামত লিখুন :