• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

যুক্তরাজ্যের এমপিদের সমর্থন চেয়েছে বিজিএমইএ


নিজস্ব প্রতিনিধি নভেম্বর ১৫, ২০২১, ০৩:০৬ পিএম
যুক্তরাজ্যের এমপিদের সমর্থন চেয়েছে বিজিএমইএ

বিজিএমইএর সভাপতি ও রুশনারা আলী

ঢাকা: তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান লন্ডনে (যুক্তরাজ্য) সংসদ সদস্য রুশনারা আলী এবং রুপা হক’র সাথে সাক্ষাৎ করেছেন। 

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তোরন, শূল্ক ব্যবস্থায় সম্ভাব্য পরিবর্তন এবং এলডিসি পরবর্তী যুগে কিভাবে বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে তার প্রশোধিকার ধরে রাখতে পারে, সে বিষয়ে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বিজিএমইএ সভাপতি স্বল্পোন্নত দেশ থেকে উত্তোলনের পরও বাংলাদেশের জন্য যেন শূল্ক-সুবিধা অব্যাহত থাকে, সে বিষয়ে সহযোগিতা ও সমর্থন প্রদানের জন্য রুশনারা আলী এবং রুপা হককে অনুরোধ জানান। বৈঠকে বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ রাজনীতিবিদরাও উপস্থিত ছিলেন। 

গত শনিবার (১৫ নভেম্বর) আলোচনা চলাকালে ফারুক হাসান বাংলাদেশের উন্নয়নে অনাবাসী বাংলাদেশীদেরকে (এনআরবি) যুক্ত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। 

তিনি বলেন, অনাবাসী বাংলাদেশীরা দক্ষতা, প্রযুক্তিগত দক্ষতা, জ্ঞান এবং বিনিয়োগ এর মাধ্যমে বাংলাদেশের উন্নয়নকে তরান্বিত করার ক্ষেত্রে ব্যাপক অবদান রাখতে পারেন। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশীদের মধ্যে অনেকেই ঐদেশে সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত, আবার অনেকেই রাজনীতিবিদ এবং সংসদ সদস্য হিসেবে ঐদেশের সরকারের উপর ব্যাপক প্রভাব রাখেন।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!