ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩০টির বা ৬৪.০৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে এসিআইয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস এসিআইয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৩৫.৮০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৯৭.৪০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৩৮.৪০ টাকা বা ১১.৪৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে এসিআই ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে। তবে ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ পরবর্তী মূল্য সমন্বয় হিসাব করলে কোম্পানির শেয়ার দরের উল্টো চিত্র পাওয়া যায়।
সর্বশেষ হিসাব বছরের জন্য কোম্পানিটি ৮০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ বোনাস। আজ ছিল কোম্পানির রেকর্ড তারিখ পরবর্তী লেনদেন। রেকর্ড তারিখের আগে এই শেয়ারের ক্লোজিং মূল্য ছিল ৩৩৫ টাকা ৮০ পয়সা। ১৫ শতাংশ বোনাস লভ্যাংশের কারণে সমন্বয় পরবর্তী মূল্য দাঁড়ায় ২৯২ টাকা। এর বিপরীতে রোববার ডিএসইতে শেয়ারটির ক্লোজিং মূল্য ছিল ২৯৯ টাকা। এ হিসেবে শেয়ারটির দর ৭ টাকা বা ২ শতাংশ বেড়েছে।
বুধবার ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আরামিট সিমেন্টের ৯.৯৫ শতাংশ, মনোস্পুল পেপারের ৯.৬২ শতাংশ, মিথুন নিটিংয়ের ৯.৩৭ শতাংশ, আর্গন ডেনিমসের ৯.২৬ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৮.৫০ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৮.০২ শতাংশ, জিলবাংলা সুগারের ৭.৯৫ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৭.৬৬ শতাংশ এবং গোল্ডেন সনের শেয়ার দর ৭.৬২ শতাংশ কমেছে।
সোনালীনিউজ/এমএইচ
আপনার মতামত লিখুন :