• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

শেয়ারবাজারের প্রস্তাবনা বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক মঙ্গলবার


নিজস্ব প্রতিনিধি ডিসেম্বর ২, ২০২১, ০৫:১৯ পিএম
শেয়ারবাজারের প্রস্তাবনা বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক মঙ্গলবার

ফাইল ছবি

ঢাকা: শেয়ারবাজারের উন্নয়নে অর্থমন্ত্রীর কাছে স্টেকহোল্ডারদের প্রস্তাবনা বাস্তবায়ন কাজ সমন্বয় ও তদারকির জন্য আগামি মঙ্গলবার (৭ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানসহ অন্যান্যদের চিঠি দেওয়া হয়েছে।

জানা গেছে, ওইদিন সকাল ১১টায় অর্থমন্ত্রণালয়ের সভা কক্ষে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব এবং শেয়ারবাজার কার্যক্রম সমন্বয় ও তদারকি কমিটির আহ্বায়ক মফিজ উদ্দীন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভাটি আয়োজিত হবে। 

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ন সচিব ড. নাহিদ হোসেন স্বাক্ষরিত চিঠি পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্ণর, বিএসইসি চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, অর্থ বিভাগের সিনিয়র সচিব, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দেওয়া হয়েছে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!