• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন’ অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধি ডিসেম্বর ৪, ২০২১, ০৩:১৩ পিএম
শাহ্জালাল ইসলামী ব্যাংকের ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন’  অনুষ্ঠিত

বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২১

ঢাকা: শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২১’ শনিবার (৪ ডিসেম্বর) ভার্চ্যুয়াল প্লাটফর্মে (অনলাইন ভিডিও কনফারেন্স এর মাধ্যমে) অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে শাহ্জালাল ইসলামী ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও পরিচালক মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ এবং স্বতন্ত্র পরিচালক কে.এ.এম.মাজেদুর রহমান উপস্থিত থেকে আলোচনায় অংশ গ্রহণ করেন।

ভার্চ্যুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ আব্দুল আজিজ ও এস. এম. মঈনুদ্দীন চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম উদ্দৌলা এবং রিক্স ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মোহাম্মদ আশফাকুল হক আলোচনায় অংশ গ্রহণ করেন। বক্তাগণ ব্যাংকের সামগ্রিক ঝুঁকি পর্যালোচনা, ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো, ঝুঁকি প্রশমন পদ্ধতি, মূলধন ব্যবস্থাপনা, মূলঝুঁকি ব্যবস্থাপনা এবং ভবিষ্যতের ঝুঁকি মোকাবেলার জন্য যাবতীয় পদক্ষেপ সম্পর্কে বিশদ আলোচনা করেন।

সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মিঞা কামরুল হাসান চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো. শাহ্জাহান সিরাজ, এম. আখতার হোসেন,  ইমতিয়াজ ইউ. আহমেদ, নাসিম সেকান্দার, প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ ও বিভিন্ন বিভাগের প্রধানগণ, ১৩২টি শাখা ও ২টি উপ-শাখার ব্যবস্থাপকবৃন্দ এবং প্রধান কার্যালয় ও সকল শাখার নির্বাহী ও কর্মকর্তাসহ সর্বমোট ৯ (নয়) শতাধিক কর্মকর্তাবৃন্দ উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন। ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মো. সামছুদ্দোহা অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন।

সোনালীনিউজ/এসআই

Wordbridge School
Link copied!