• ঢাকা
  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

ফের ৭ হাজার পয়েন্টের ঘরে ডিএসইএক্স সূচক


নিজস্ব প্রতিনিধি ডিসেম্বর ৭, ২০২১, ০৩:২৬ পিএম
ফের ৭ হাজার পয়েন্টের ঘরে ডিএসইএক্স সূচক

ফাইল ছবি

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো মূল্য সূচকের উত্থানে সপ্তাহের তৃতীয় কার্যদিবসের লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আবারো ৭ হাজার পয়েন্টের ঘর অতিক্রম করেছে। 

এর আগে সর্বশেষ ২৩ নভেম্বর ডিএসইএক্স সূচকটি ৭ হাজার পয়েন্টের ঘরে অবস্থান করেছিলো।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭০ পয়েন্ট বা ১ শতাংশ বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৪৮ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২৫ পয়েন্ট  এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ৩৩১ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৪৪৩ কোটি ৯০  লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৮৮৭ কোটি ১৩ লাখ টাকার।

আজ ডিএসইতে মোট ৩৭৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৭৪টির, দর কমেছে ৬৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির।

অন্যদিকে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ২০০ পয়েন্ট বেড়ে ২০  হাজার ৬০৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৪৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!