• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০

ক্যাটাগরি পরিবর্তনের ক্ষেত্রে মার্জিন নিষেধাজ্ঞা প্রত্যাহার


নিজস্ব প্রতিনিধি ডিসেম্বর ২৬, ২০২১, ০৬:১৮ পিএম
ক্যাটাগরি পরিবর্তনের ক্ষেত্রে মার্জিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

ফাইল ছবি

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ‘জেড’ ক্যাটাগরি ছাড়া অন্যকোন ক্যাটাগরিতে পরিবর্তনের ক্ষেত্রে মার্জিন ঋণ প্রদান বাধা থাকবে না বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 

তবে ‘জেড’ ক্যাটাগরি থেকে অন্যকোন ক্যাটাগরিতে যাওয়ার ক্ষেত্রে, ৭ কার্যদিবস মার্জিন প্রদান করা যাবে না। 

রোববার (২৬ ডিসেম্বর) বিএসইসির ৮০৪তম নিয়মিত কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বর্তমান সবক্ষেত্রে ক্যাটাগরি পরিবর্তনের সময় ৩০ কার্যদিবস মার্জিন ঋণ বন্ধ থাকে।

এদিন পূর্বের নির্দেশনার নতুন কোম্পানির ক্ষেত্রে প্রথম ৩০ কার্যদিবস ও ‘জেড’ ক্যাটাগরির শেয়ারে মার্জিন ঋণ বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল রেখেছে বিএসইসি।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!