• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

গার্মেন্টস সেক্টরের সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান হবে


নিজস্ব প্রতিনিধি ডিসেম্বর ২৯, ২০২১, ১১:১৯ এএম
গার্মেন্টস সেক্টরের সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান হবে

গৌরবের ৫০ বছর  ও বিজিএমইএ‍‍`র ৪০ বছর উদযাপন

ঢাকা: বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, আমাদের পোশাক খাতে সমস্যা আছে, আমরা সেটা থেকে অতিক্রম করবো। পূর্বেও আমাদের সমস্যা ছিলো সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি।

"একসময় আমেরিকাতে বাংলাদেশের গার্মেন্টস পোডাক্ট নিয়ে নেগেটিভ প্রচার ছিলো এভাবে- তুমি যদি বাংলাদেশের পোষাক কিনো তাহলে সেটা শিশু শ্রমিকের ঘামের পোষাক হবে। পরবর্তীতে আমাদের বিজিএমইএ'র সাবেক নেতাকর্মীরা সেই স্লোগানকে পাল্টে দিতে সক্ষম হয়েছে" যোগ করেন মন্ত্রী। 

টিপু মুন্সি বলেন, "পরবর্তীতে তাদের (আমিরিকানদের) ধারনা এভাবে বদলে দেয়া হলো - 'তুমি যদি বাংলাদেশের একটা পোষাক কিনো তাহলে একটা শিশুকে স্কুলে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছো'। বিজিএমইএর নেতাকর্মীদের এমন ছোট ছোট অসংখ্য অবদানে আজ বিশ্বের দরবারে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর মাথা উচু করে দাঁড়িয়েছে।"

"লাল সবুজের বাংলাদেশ - গৌরবের ৫০ বছর  ও বিজিএমইএ'র ৪০ বছর” উদযাপন উপলক্ষে  মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে বনানীর হোটেল শেরাটনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিজিএমইএর সাবেক সভাপতিগণ বক্তব্য রাখেন। এদের মধ্যে ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র ও বিজিএমইএ'র সাবেক সভাপতি আতিকুল ইসলাম, রেদোয়ান আহমেদ, মোস্তফা গোলাম কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান, আনোয়ারুল পারভেজ, আব্দুস সালাম মুর্শেদী এবং মো. সিদ্দিকুর রহমান।

বাণিজ্যমন্ত্রী বলেন, আজকে থেকে ৩৬ বছর আগে মাত্র ৩৫টি মেশিন নিয়ে গার্মেন্টস ব্যবসা শুরু করেছিলাম। এ ব্যবসায় শুরুর দিকেও অনেক প্রতিবন্ধকতা ছিলো। তা আমরা অতিক্রম করেছি। এখন গার্মেন্টস সেক্টরে যে সমস্যাগুলো আছে সেগুলোও আমরা আলোচনার মাধ্যমে সমাধান করবো। 

মন্ত্রী বলেন, বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায় এক সময় তরুনদের উপস্থিতি তেমন ছিলো না। এখন এ ব্যবসায় তরুনদের উপস্থিতি অনেক বেড়েছে। তরুনদের হাতে থাকলে দেশ, পথ হারাবে না বাংলাদেশ।

অনুষ্ঠানের শেষে "লাল সবুজের বাংলাদেশ - গৌরবের ৫০ বছর  ও বিজিএমইএ'র ৪০ বছর” উদযাপন উপলক্ষে বিজিএমই এ'র নিজস্ব গ্রন্থের মোড়ক উন্মোচন এবং আমন্ত্রিত অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!