• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

দ্রুত ঘুরবে অর্থনীতির চাকা


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১, ২০২২, ০২:৫৯ পিএম
দ্রুত ঘুরবে অর্থনীতির চাকা

ঢাকা : মহামারির ধকল সামলে স্বাভাবিক গতিতে ফিরছে বাংলাদেশের অর্থনীতি। প্রধান সূচকগুলোও এখন ইতিবাচক। রেমিট্যান্স প্রবাহে কিছুটা ধীরগতি হলেও আমদানির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রপ্তানি আয়। বিদেশি মুদ্রার সঞ্চয় বা রিজার্ভ সন্তোষজনক রয়েছে দীর্ঘদিন। আর মূল্যস্ফীতি চোখ রাঙালেও এখনো সহনীয় পর্যায়ে আছে। তাই করোনার নতুন ধরন ওমিক্রনকে সামাল দেয়া গেলে অর্থনীতি দ্রুতগতিতে এগিয়ে যাবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা মনে করছেন, নতুন বছর হবে বাংলাদেশের ঘুরে দাড়ানোর বছর, একটি বিশেষ বছর। এ বছর স্বপ্নের পদ্মা সেতুর ওপর দিয়ে যান চলাচল শুরু হবে; চলবে ট্রেনও। একই সময় রাজধানীর উত্তর থেকে দক্ষিণে ছুটবে মেট্রোরেল। দেশের দক্ষিণ-পূর্বের বন্দরনগরী চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশের সুড়ঙ্গপথও চালু হবে। এই টানেল কক্সবাজারের সঙ্গে চট্টগ্রামের দূরত্ব ৪০ কিলোমিটার কমিয়ে দেবে।

বাংলাদেশে সবচেয়ে বড় একক অবকাঠামো প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ২০২৩ সাল থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ড এবং ফেনীর সোনাগাজী উপজেলায় ৩০ হাজার একর জমিতে বঙ্গবন্ধু শিল্পনগরীসহ আরো কয়েকটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাজও দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেছেন, বাংলাদেশের মানুষের মধ্যে এক অন্তর্নিহিত শক্তি আছে। বিশেষ করে তৃণমূলের অদম্য মানুষগুলো কোনো কিছুতেই দমে যায় না। কোভিড-১৯ মোকাবিলা তারই প্রমাণ। সরকারের নীতিসহায়তায় অল্প সময়ের মধ্যে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে দেশটির মানুষ।

বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেছেন, বাংলাদেশের সামনে এখন চ্যালেঞ্জ একটাই; ওমিক্রনের সংক্রমণ ঝুঁকি। ওমিক্রন ভালোভাবে সামাল দিতে না পারলে অর্থনীতি ফের নাজুক অবস্থায় পড়ে যেতে পারে। সেই প্রস্তুতি এখন থেকেই নিতে হবে।

তবে আশার কথা হলো, পৌনে দুই বছরের মহামারি যতটা বিপদে বাংলাদেশকে ফেলবে বলে ধারণা করা হয়েছিল, সরকারের সময়োচিত বিভিন্ন পদক্ষেপে তা অনেক ক্ষেত্রে এড়ানো গেছে। দেড় লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ অর্থনীতির চাকা সচল রাখতে বড় ভূমিকা রেখেছে।

পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ সহসভাপতি সহিদুল্লাহ আজিম বলেছেন, ভয় এখন আমাদের একটাই ওমিক্রন। যদি এটা তেমন বাধা হয়ে না দেখা দেয়, তাহলে আগামী চার-পাঁচ বছর রপ্তানি আয়ের এই ইতিবাচক ধারা অব্যাহত থাকবে। কেননা এখন আমরা প্রচুর অর্ডার পাচ্ছি; দামও বেশ ভালো পাচ্ছি।

বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশে ৬ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধ অর্জিত হবে। আইএমএফ বলছে, প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৬ শতাংশ। আর এডিবি বলছে ৬ দশমিক ৮ শতাংশ অর্জিত হবে।

নতুন ভিত্তিবছরের (২০১৫-১৬) হিসাবে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ২ হাজার ২২৭ ডলার থেকে বেড়ে ২ হাজার ৫৫৪ ডলারে উন্নীত হয়েছে; বেড়েছে ৩২৭ ডলার। ডলারের বর্তমান বাজার অনুযায়ী, মাথাপিছু আয় বেড়ে গেছে ২৯ হাজার ৪৩০ টাকা।

গত নভেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদ বাংলাদেশ সম্পর্কে সিডিপির সুপারিশ গ্রহণ করে। স্বাধীনতার পর গত ৫০ বছরে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির স্বীকৃতি হলো এলডিসি থেকে উত্তরণের চূড়ান্ত সুপারিশ। অর্থনৈতিক অগ্রযাত্রার আরেক ধাপ উত্তরণ।

যুক্তরাজ্যভিত্তিক অর্থনৈতিক গবেষণা সংস্থা সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর) বলেছে, অর্থনৈতিক বিকাশের চলতি ধারা বহাল থাকলে ২০৩৬ সালের মধ্যে বিশ্বের ২৪তম বড় অর্থনীতির দেশে পরিণত হবে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের অবস্থান ৪২তম।

তবে অর্থনীতির অনেক জায়গায় আছে ঘাটতিও। ব্যালেন্স অব পেমেন্টে অসামঞ্জস্য আছে। আমদানি বেশি হচ্ছে। রেমিট্যান্স প্রবাহ যা বেড়েছিল, তা থাকেনি। বিদেশে শ্রমিক কম যাওয়ায় সামনের দিনগুলোতেও রেমিট্যান্স প্রবাহ আরও কমতে পারে।

মুদ্রা বিনিময় হারে অসামঞ্জস্য আছে। ডলারের মূল্য ব্যাংকে ৮৫ টাকা ৮০ পয়সা। আর খোলাবাজারে তা ৯১-৯২ টাকা। পার্থক্য অনেক বেশি। এতে ব্যাংক ব্যবস্থায় অর্থের স্বাভাবিক প্রবাহ বিঘ্নিত হতে পারে।

অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর বলেন, বাজেট ব্যবস্থাপনা নিয়েও অস্বস্তিতে আছে সরকার। অবশ্য রাজস্ব আদায় কম হলে সরকার খরচ কমিয়ে সামাল দিতে পারে। রাজস্ব আদায় পরিস্থিতি করোনার আগের পর্যায়ে চলে এসেছে। কিন্তু লক্ষ্য বেশি থাকায় এবারও কাঙ্ক্ষিত পরিমাণে রাজস্ব অর্জিত হবে না।

ফলে সরকারকে উন্নয়ন খরচ কমাতেই হবে, যা ইতিমধ্যে শুরু হয়েছে। উন্নয়ন খরচ কমালে মানুষের কাছে টাকার প্রবাহ কমবে। এ ছাড়া সামনে ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি আছে। ওমিক্রন ভালোভাবে সামাল দিতে না পারলে সামনে অর্থনীতি নাজুক অবস্থায় পড়ে যেতে পারে। সেই প্রস্তুতি এখন থেকেই নিতে হবে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!