• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

শাহ্জালাল ইসলামী ব্যাংকের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধি জানুয়ারি ১৭, ২০২২, ০৩:৫৪ পিএম
শাহ্জালাল ইসলামী ব্যাংকের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা: সম্প্রতি শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর ট্রেনিং একাডেমিতে ‘আরটিজিএস সিস্টেমে ই-পেমেন্ট এর মাধ্যমে শুল্ক-করাদি, ফি, চার্জ পরিশোধ-এর উপর দিনব্যাপী একটি সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ অপারেটিং অফিসার এম. আখতার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। প্রশিক্ষণ কর্মশালায় ব্যাংকের বিভিন্ন শাখা থেকে আগত ৭৪ জন কর্মকর্তা ও ৬ জন গ্রাহক প্রতিনিধি অংশ নেন। 

উক্ত কর্মশালায় বাংলাদেশ ব্যাংক পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক রাফেজা আক্তার কান্তা এবং জাতীয় রাজস্ব বোর্ডের সহকারি প্রোগ্রামার মো. মনিরুল ইসলাম প্রশিক্ষণ প্রদান করেন।

ব্যাংকের ইভিপি ও ব্যাংকিং অপারেশন্স ডিভিশনের প্রধান মো. নকীবুল ইসলাম প্রশিক্ষণ কর্মশালার সঞ্চালকের দায়িত্ব পালন করেন। এছাড়া ব্যাংকের পেমেন্ট এন্ড সেটেলমেন্ট ডিপার্টমেন্টের এসভিপি ও ইনচার্জ মো. আব্দুল কুদ্দুস উপস্থিত থেকে আলোচনায় অংশ গ্রহণ করেন।

সোনালীনিউজ/এসআই

Wordbridge School
Link copied!