• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০

বার্জার পেইন্টসের অন্তর্বর্তী লভ্যাংশে বড় চমক


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৩০, ২০২২, ১২:৪১ পিএম
বার্জার পেইন্টসের অন্তর্বর্তী লভ্যাংশে বড় চমক

ঢাকা : শেয়ারবাজারে তালিকাভুক্ত বার্জার পেইন্টস বাংলাদেশের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য বড় অংকের শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি সমাপ্ত ৯ মাসের (এপ্রিল-ডিসেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ ফেব্রুয়ারি।

কোম্পানিটির ৯ মাসে (এপ্রিল-ডিসেম্বর’২১) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪৩.১৮ টাকা। আগের বছর একই সময়ে মুনাফা হয়েছিল ৩৬.০৩ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা আগের বছর একই সময় থেকে ৭.১৫ টাকা বা ২০ শতাংশ বেড়েছে।

এদিকে কোম্পানিটির অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৭.৫২ টাকা। আগের বছর একই সময়ে মুনাফা হয়েছিল ১৯.৪৫ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা আগের বছর একই সময় থেকে ১.৯৩ টাকা বা ১০ শতাংশ কমেছে।

২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩৮.৪৫ টাকায়।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!