• ঢাকা
  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

প্রথম দুই ঘণ্টায় ৫১ পয়েন্ট উধাও


নিজস্ব প্রতিবেদক মার্চ ২, ২০২২, ১২:৪০ পিএম
প্রথম দুই ঘণ্টায় ৫১ পয়েন্ট উধাও

ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান দিয়ে লেনদেন শুর হয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরই তা পতনে রূপ নেয়। লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় ডিএসইর প্রধান সূচক ৫১ পয়েন্ট উদাও। পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বুধবার (২ে মার্চ) বেলা ১২ টায় ডিএসই ইনডেক্স আগের দিনের চেয়ে ৫ ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭০২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৪৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৭৩ পয়েন্টে।

লেনদেন হওয়া ৩৭৬ টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪১টির, দর কমেছে ২৯৫ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪০ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩০৭ কোটি ১২ লাখ ৯০ হাজার টাকা।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!