• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

মার্কেন্টাইল ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন


নিজস্ব প্রতিনিধি মার্চ ২৩, ২০২২, ১২:১৫ পিএম
মার্কেন্টাইল ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

ফাইল ছবি

ঢাকা :পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংকের ৫০০ কোটি টাকার পার্পেচ্যুয়াল বন্ড অনুমোদন করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 

মঙ্গলবার (২২ মার্চ) বিএসইসির ৮১৫তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বন্ডটির ৪৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টে এবং বাকি ৫০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ৫ হাজার টাকা। বন্ডটির কুপন হার ৬ শতাংশ (ফ্লোর) থেকে ১০ শতাংশ (সিলিং)। যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, ট্রাস্ট, সংগঠন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারী এবং সাধারণ বিনিয়োগকারীদের অনুকুলে ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক এডিশনাল টায়ার-I মূলধনের ভিত্তি শক্তিশালী করবে। উক্ত বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড, বন্ডটির ম্যান্ডাটেড লিড অ্যারেঞ্জার আইডিএলসি ফাইন্যান্স এবং ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড। 

সোনালীনিউজ/এএইচ

Wordbridge School
Link copied!