• ঢাকা
  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

ডিএসইতে সূচকের পতন, কমেছে লেনদেনও


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৩, ২০২২, ০৩:১০ পিএম
ডিএসইতে সূচকের পতন, কমেছে লেনদেনও

ঢাকা : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে।

বুধবার (২৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে ৮৬৩ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৯৪ কোটি ৪০ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৯৫৭ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭৫০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে  অবস্থান করছে ১ হাজার ৪৫৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১  পয়েন্ট কমে  দাঁড়িয়েছে ২ হাজার ৪৬৯ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ২৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১১ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ৫৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!