• ঢাকা
  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

কৃষিবিদ সিডের কিউআইও আবেদন শেষ আজ


নিজস্ব প্রতিনিধি মার্চ ২৪, ২০২২, ১২:৫৬ পিএম
কৃষিবিদ সিডের কিউআইও আবেদন শেষ আজ

ফাইল ছবি

ঢাকা : যোগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ উত্তোলনের জন্য অনুমোদন পাওয়া কৃষিবিদ সিড লিমিটেডের কোয়ালিফাইড ইনভেস্টর অফারে (কিউআইও) আবেদনের শেষদিন আজ। 

গত ২০ মার্চ সকাল ১০টা থেকে শুরু হওয়া কোম্পানিটির কিউআইওতে আজ বিকাল সাড়ে ৫টা পর্যন্ত আবেদন করা যাবে। ইলেকট্রনিক সাবস্ক্রিপশন পদ্ধতির (ইএসএস) এ আবেদনের ক্ষেত্রে যোগ্য বিনিয়োগকারীদের (কিউআই) কমপক্ষে ২০ লাখ টাকা বিনিয়োগ করতে হবে। 

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ৩১ জানুয়ারি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮০৯তম কমিশন সভায় কোম্পানিটির কিউআইও প্রস্তাব অনুমোদন দেয়া হয়। 

বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে সে সময় জানানো হয়, এসএমই খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কৃষিবিদ সিড লিমিটেডের কিউআইও অনুমোদন দেয়া হয়েছে। স্বল্প মূলধনি কোম্পানিগুলোর জন্য বিএসইসির ২০১৮ সালের রুল অনুযায়ী এ প্রস্তাবে অনুমোদন দেয়া হয়। 

কোম্পানিটি যোগ্য বিনিয়োগাকারীদের অনুকূলে ১ কোটি ১৬ লাখ সাধারণ শেয়ার ইস্যু করে ১১ কোটি ৬০ লাখ টাকা মূলধন উত্তোলন করবে। এর প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য হবে ১০ টাকা। উত্তোলনকৃত অর্থ দিয়ে কোম্পানিটি কোল্ড স্টোরেজ, স্টোরেজ বিল্ডিং, বীজ গবেষণা, উন্নয়ন কেন্দ্র ও ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে। 

আর্থিক বিবরণী অনুযায়ী, ১ জুলাই হতে ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ পয়সা। পুনর্মূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদমূল্য ১২ টাকা ৬০ পয়সা। 

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ হতে পরবর্তী তিন বছর ইস্যুয়ার কোম্পানি কোন বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। 

এর আগে এসএমই খাতে কৃষিবিদ ফিড লিমিটেডের কিউআইও অনুমোদন দেয় বিএসইসি। কোম্পানিটি কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূলে ২ কোটি ২০ লাখ শেয়ার ইস্যু করে। এর মাধ্যমে কোম্পানিটি ২২ কোটি টাকা উত্তোলন করে। উত্তোলিত অর্থ দিয়ে ব্যাংক ঋণ পরিশোধ, কারখানা ভবন নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ডিজেল জেনারেটর ক্রয়, ডেলিভারি ভ্যান ক্রয় এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে কোম্পানিটি।

সোনালীনিউজ/এএইচ

Wordbridge School
Link copied!