• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০

ঢাকা-মস্কো বাণিজ্য বিনিময় রুবলে করার চেষ্টায় রাশিয়া


নিজস্ব প্রতিনিধি মার্চ ২৪, ২০২২, ০৪:২৩ পিএম
ঢাকা-মস্কো বাণিজ্য বিনিময় রুবলে করার চেষ্টায় রাশিয়া

ছবি: ইন্টারনেট

ঢাকা : ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ম্যানটিটস্কি জানিয়েছেন, রাশিয়ার আর্থিক লেনদেনের ওপর চলমান নিষেধাজ্ঞার কারণে সুইফট সিস্টেমের বাইরে গিয়ে চীনের মুদ্রা বা দুই দেশের জাতীয় মুদ্রা টাকা ও রুবলে বিনিময় করা যায় কিনা সেটি বিবেচনা করছে ঢাকা ও মস্কো। এ বিষয়ে দুই দেশ কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ মার্চ) গুলশানের হাইকমিশনে আয়োজিত ইউক্রেন যুদ্ধ নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

উল্লেখ্য, সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন (সুইফট) হল ব্রাসেলস ভিত্তিক আন্তঃব্যাংক আর্থিক লেনদেনের বার্তা প্রেরণের একটি সুরক্ষিত নেটওয়ার্ক।

জাতীয় মুদ্রার লেনদেন এবং তৃতীয় দেশের ব্যাংক ব্যবহারসহ বিভিন্ন বিকল্প বিবেচনা করা হচ্ছে। তবে এ বিষয়ে কী কী কাজ করছেন তা বিস্তারিত জানাতে চাননি তিনি।

তিনি বলেন, গত সপ্তাহে রাশিয়াতে বাংলাদেশ দূতাবাস বার্টার (পণ্য বিনিময়) করা যায় কিনা সেটি বিবেচনার প্রস্তাব করেছে। জাতীয় মুদ্রা বা ইউয়ান দিয়ে বাণিজ্য করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এছাড়া সুইফট সিস্টেমকে পাশ কাটিয়ে রাশিয়ার ব্যাংকিং সিস্টেমের সঙ্গে লেনদেন করা যায় কিনা সেটিও পরীক্ষা করা হচ্ছে।

‘বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির ইচ্ছা আছে রাশিয়ার। অনেক পশ্চিমা কোম্পানি তাদের সরকারের চাপের মুখে রাশিয়া ত্যাগ করেছে। এটি বাংলাদেশে যারা আমাদের অংশীদার আছে তাদের জন্য একটি বড় সুযোগ।’

রাষ্ট্রদূত বলেন, ‘রূপপুর প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়সীমা অনুযায়ী চলছে। রাশিয়ার অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এবং এখানে কর্মরত কনট্রাকটরদের অর্থ রাশিয়া থেকে দেয়া হচ্ছে। ফলে এই প্রকল্প নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।’

সোনালীনিউজ/এমএএএইচ

Wordbridge School
Link copied!