• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০

বিপিডিবি থেকে অনুমোদন পেয়েছে সামিট পাওয়ার


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৮, ২০২২, ১১:১৪ এএম
বিপিডিবি থেকে অনুমোদন পেয়েছে সামিট পাওয়ার

ঢাকা : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) থেকে মৌখিকভাবে বিদ্যুৎ ক্রয়ের অনুমতি পেয়েছে।

সোমবার (২৮ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ২ বছরের জন্য “নো ইলেকট্রিসিটি নো পেইমেন্ট” ভিত্তিতে বিদ্যুৎ ক্রয়ের অনুমতি পেয়েছে। সামিট পাওয়ারের ১০২ মেগাওয়াট এইচএফও নারয়ণগঞ্জ (মদনগঞ্জ) পাওয়ার প্লান্ট থেকে বিপিডিবি বিদ্যুৎ কিনবে।

তবে কোম্পানিটি বিপিডিবি থেকে এখনও কোনো অফিশিয়াল চিঠি পায়নি।

কোম্পানিটি আরও জানায়, বিপিডিবি থেকে মৌখিকভাবে পাওয়ার প্লান্টটির বিদ্যুৎ উৎপাদনের নির্দেশ পেয়েছে। পাওয়ার প্লান্টে গত ২৪ মার্চ থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে।

গত বছরের ১ এপ্রিল থেকে পাওয়ার প্লান্টটির বিদ্যুৎ উৎপাদনের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। সামিট পাওয়ার আগামী ২ বছরের জন্য আবার পিপিএ চুক্তি সই করেছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!