• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

ইস্টার্ন লুব্রিকেন্টস ও প্যাসিফিক ডেনিমসের লভ্যাংশ বিওতে প্রেরণ


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৩, ২০২২, ০৪:১৯ পিএম
ইস্টার্ন লুব্রিকেন্টস ও প্যাসিফিক ডেনিমসের লভ্যাংশ বিওতে প্রেরণ

ঢাকা : শেয়ারবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানির ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রেরণ করা হয়েছে।

রোববার (৩ এপ্রিল) সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি দুইটি হলো- ইস্টার্ন লুব্রিকেন্টস এবং প্যাসিফিক ডেনিমস।

তথ্য মতে, কোম্পানি দুইটির বোনাস শেয়ার রোববার শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রেরণ করা হয়।

এর আগে ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইস্টার্ন লুব্রিকেন্টসের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ এবং প্যাসিফিক ডেনিমসের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। পরবর্তীতে কোম্পানি দুইটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিতে ঘোষিত লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

সোনালীনিউজ/এএইচ/এনএন

Wordbridge School
Link copied!