• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০

কৃষিবিদ সিডের লেনদেনের তারিখ নির্ধারণ


নিজস্ব প্রতিনিধি এপ্রিল ১১, ২০২২, ০৫:০০ পিএম
কৃষিবিদ সিডের লেনদেনের তারিখ নির্ধারণ

ফাইল ছবি

ঢাকা : এসএমই প্ল্যাটফর্মে কৃষিবিদ সিডের শেয়ারের লেনদেনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানির লেনদেন আগামী ১২ এপ্রিল (মঙ্গলবার) থেকে শুরু হবে। কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর কোম্পানির শেয়ারের লেনদেন শুরু হতে যাচ্ছে।

সোমবার (১১ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

সূত্র মতে, ডিএসই ও সিএসইতে কৃষিবিদ সিডের ট্রেডিং কোড হলো- “KBSEED”।

এর আগে রোববার (১০ এপ্রিল) কোম্পানির কিউআইও শেয়ার বরাদ্দ পাওয়া আবেদনকারীদের বিও হিসাবে প্রেরণ করা হয়েছে।

কৃষিবিদ সিড শেয়ারবাজারে ১ কোটি ১৬ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১১ কোটি ৬০ লাখ টাকা সংগ্রহের জন্য গত ২০ থেকে ২৪ মার্চ পর্যন্ত কিউআইওতে আবেদন জমা নেয়। কোম্পানির চাহিদার বিপরীতে ২৯ কোটি ৪৩ লাখ ৫০ হাজার টাকার আবেদন জমা দিয়েছে ৭২ যোগ্য বিনিয়োগকারী। ফলে চাহিদার বিপরীতে কৃষিবিদ সিডে ২.৫৪ গুণ আবেদন জমা পড়েছে। প্রত্যেক যোগ্য বিনিয়োগকারীকে প্রো-রাটার ভিত্তিতে শেয়ার বরাদ্দ দেওয়া হয়েছে।

সংগৃহীত অর্থ দিয়ে কোল্ড স্টোরেজ, স্টোরেজ বিল্ডিং, বিজ গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এবং ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে। গত ৩১ জানুয়ারি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮০৯তম সভায় স্মলক্যাপ কোম্পানির শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন দেওয়া হয়।

এসএমই প্ল্যাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। কোম্পানির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!