• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

এসএস স্টিলের বোনাস শেয়ার অনুমোদন


নিজস্ব প্রতিনিধি এপ্রিল ১৮, ২০২২, ০১:২৫ পিএম
এসএস স্টিলের বোনাস শেয়ার অনুমোদন

ফাইল ছবি

ঢাকা : শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদিত ৮ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইস)।

পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএস স্টিল লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত বছরের জন্য ৮ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার ঘোষণা দেয়।

এরপর কোম্পানটির বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদন করা হয়। তারপর চূড়ান্ত সম্মতির জন্য বিএসইসির কাছে আবেদন করেছে কোম্পানিটি। কোম্পানির আবেদনে বিএসইসি এই চূড়ান্ত অনুমোদন দিয়েছে। 

এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ এপ্রিল।

এর আগে এসএস স্টিলের পর্ষদ ২ শতাংশ নগদের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য ৮ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

সোনালীনিউজ/এমএএইচ
 

Wordbridge School
Link copied!