• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

ফের সার্কিট ব্রেকারে পরিবর্তন আনলো বিএসইসি


নিজস্ব প্রতিনিধি এপ্রিল ২০, ২০২২, ০৪:৪১ পিএম
ফের সার্কিট ব্রেকারে পরিবর্তন আনলো বিএসইসি

ফাইল ছবি

ঢাকা : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সিকিউরিটিজ দর কমার সর্বোচ্চ সীমা ২ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 

যা আগামিকাল থেকে কার্যকর হবে। ফলে আজকের ক্লোজিং প্রাইসের উপর ভিত্তি করে কাল সর্বোচ্চ ৫ শতাংশ কমতে পারবে।

মঙ্গলবার (২০ এপ্রিল) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সাক্ষরিত এ নির্দেশনা জারি করা হয়েছে।

এর আগে গত ৮ মার্চ দর কমার সর্বোচ্চ সীমা ১০ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করেছিল কমিশন।

সোনালীনিউজ/এএইচ

Wordbridge School
Link copied!