• ঢাকা
  • শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ইবনে সিনার মেডিসিন ডিভিশন ভেঙে ফেলার সিদ্ধান্ত 


নিজস্ব প্রতিনিধি মে ২৯, ২০২২, ১২:১১ পিএম
ইবনে সিনার মেডিসিন ডিভিশন ভেঙে ফেলার সিদ্ধান্ত 

ফাইল ছবি

ঢাকা : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইবনে সিনা লিমিটেড সহযোগী কোম্পানির ন্যাচারাল মেডিসিন ডিভিশন (ইউনিট) ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেড ইবনে সিনার ৯৯.৯৯ শতাংশ মালিকানাধীন সহযোগী কোম্পানি।

রোববার (২৯ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ৩০ জুন,২০২২ সমাপ্ত হিসাব বছরের সম্পদ এবং লাইবেলিটিজ হস্তান্তর করবে। ইবনে সিনা সহযোগী কোম্পানির শেয়ারগুলো নগদ ছাড়া অন্যভাবে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটি প্রাকৃতিকভাবে ওষুধ উৎপাদন এবং ব্যবসার জন্য পরবর্তী বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদে সম্মতি নিবে। এছাড়া কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থার সম্মতি নিয়ে কাজটি করতে পারবে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!