• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

‘মানিলন্ডারিংয়ের মত সকল কিছু প্রতিহত করতে সক্ষম হবো’


নিজস্ব প্রতিনিধি জুন ৮, ২০২২, ০৩:৩৫ পিএম
‘মানিলন্ডারিংয়ের মত সকল কিছু প্রতিহত করতে সক্ষম হবো’

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম

ঢাকা : আমরা একটি স্পর্শকাতর জায়গায় কাজ করি। আমাদের মধ্যে থেকে কোন কিছু হলেই সেটা বাজারে প্রভাব পড়তে দেখা যায়। তাই আমাদেরকে অনেক সাবধানতার সাথে কাজ করতে হবে। মানিলন্ডারিং সম্পর্কে আমাদের ভালো করে জেনে বুঝে সতর্ক হতে হবে। আজকের সম্মেলনে মানিলন্ডারিং সংক্রান্ত যে বিষয়গুলো আলোচনা হয়েছে তার মাধ্যমে বিভিন্ন আইন সংস্কার ও তৈরি করে দেশের পুঁজিবাজারে মানিলন্ডারিংয়ের মতো সকল কিছু আমরা প্রতিহত করতে সক্ষম হবো বলে মন্তব্য করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

সোমবার (৬ জুন) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত Chief Anti Money Laundering Compliance Officer (CAMLCO) সম্মেলনে তিনি এসব কথা বলেন । 

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, আমাদের দেশে মানিলন্ডারিংয়ের জন্য যে সকল আইন ও শাস্তি বিধান করা হয়েছে সেগুলো কিন্তু আন্তর্জাতিক মানের করা হয়েছে। আমরা যদি আন্তর্জাতিক মানে যেতে না পারি তাহলে দেশ এগিয়ে যেতে পারবে না। যদি মানিলন্ডারিং বিষয়টি দেশে পাওয়া যায় তাহলে অনেক ব্যবসা বাতিল হয়ে যাবে।  ঠিক মতো কমপ্লায়েন্স না করলে ব্যবসা করা যায় না। এই কমপ্লায়েন্স না করার কারণে অনেক দেশ বিপদে পড়েছে। আর সেই বিষয়ে জ্ঞান অর্জনের জন্যই এই সম্মেলনের আয়োজনা করা হয়েছে। এখানের শিক্ষা আমাদের কর্ম জীবনে কাজে লাগাবো।

বিএসইসি’র নবনিযুক্ত কমিশনার ড. রুমানা ইসলাম এর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক, বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন ট্রাইবুনালের সাবেক চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক ড. সেলিম মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি’র কমিশনার, ড. শেখ শামসুদ্দিন আহমদ, ড. মিজানুর রহমান, মো. আব্দুল হালিম এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান। 

দিনব্যাপী সম্মেলনের সমাপনী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক রুবাইয়াত-উল-ইসলাম ৷ এছাড়াও উপস্থিত ছিলেন পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!