• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

শাহ্জালাল ইসলামী ব্যাংকের প্রবেশনারী অফিসারদের ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের সমাপনী অনুষ্ঠান


নিজস্ব প্রতিনিধি জুন ২০, ২০২২, ০৫:৩৮ পিএম
শাহ্জালাল ইসলামী ব্যাংকের প্রবেশনারী অফিসারদের ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের সমাপনী অনুষ্ঠান

শাহ্জালাল ইসলামী ব্যাংক

ঢাকা: শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ট্রেনিং একাডেমীতে সোমবার (২০ জুন) ব্যাংকের নবনিযুক্ত ৩৬ জন প্রবেশনারী অফিসারদের জন্য ১ মাসব্যাপী ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিয়োগপ্রাপ্ত নতুন কর্মকর্তাদের অনুপ্রাণিত করে প্রায়োগিক দিকনির্দেশনা প্রদান এবং সনদপত্র বিতরণ করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম তার সুদীর্ঘ কর্মময় জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং তা কর্মকর্তাদের পেশাগত জীবনে বাস্তবায়নের আহ্বান জানান। উক্ত সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও মিঞা কামরুল হাসান চৌধুরী, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজিমউদ্দৌলা এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমীর প্রিন্সিপাল মোঃ সাইদুর রহমান উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এসআই 

Wordbridge School

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!