• ঢাকা
  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

বন্ড ইস্যুর সিদ্ধান্ত মালেক স্পিনিংয়ের


নিজস্ব প্রতিনিধি জুন ২৩, ২০২২, ১১:২৮ এএম
বন্ড ইস্যুর সিদ্ধান্ত মালেক স্পিনিংয়ের

ফাইল ছবি

ঢাকা : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মালেক স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ ২৯০ কোটি টাকার জিরো কুপন বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। 

বৃহস্পতিবার (২৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ ( ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ঋণ কমানো এবং কোম্পানির অর্থ সম্প্রসারণ করার জন্য বন্ড ইস্যু করবে। বন্ড ইস্যু করতে কোম্পানিটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি নিবে।

কোম্পানিটি নতুন প্রকল্পর জন্য জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ৫৫ বিঘা বা ১ হাজার ৮১৫ ডেসিমেল জমি কিনবে।

মালেক স্পিনিং ময়মনসিংহের ভালুকায় ৫৫ কোটি টাকা দিয়ে নতুন প্রকল্পের জন্য জমি কিনবে; যা আগের অর্থবছরের বা চলমান হিসাবের স্টেমমেন্টের চেয়ে ১% বেশি হতে পারে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!