ঢাকা : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, চলতি অর্থবছরে (২০২২-২৩) পণ্য ও সেবা খাতে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার। এটি সদ্য বিদায়ী অর্থবছরের (২০২১-২২ ) রফতানি আয় থেকে ৭০০ কোটি ডলার বেশি।
বুধবার (২০ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী জানান, বিদায়ী অর্থবছরে রফতানি আয় হয়েছে প্রায় ৬ হাজার কোটি ডলার। মোট লক্ষ্যমাত্রার মধ্যে পণ্য খাতের জন্য লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ হাজার ৮০০ কোটি ডলার, আর সেবা রফতানির লক্ষ্যমাত্রা ৭০০ কোটি ডলার।
তিনি আরও জানান, ২০২১-২২ অর্থবছরে রফতানিতে ৬ হাজার কোটি মার্কিন ডলার আয় করেছে বাংলাদেশ। সবদিক বিবেচনা করে এবার আয়ের লক্ষ্যমাত্রা ১১ শতাংশ বাড়িয়ে ৬ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
টিপু মুনশি জানান, রফতানির নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণের পূর্বে সাম্প্রতিক বিশ্ব পরিস্থিতি ও বিগত ২০২১-২২ অর্থবছরের রফতানি প্রবৃদ্ধি অর্জনের গতিধারা, পণ্য ও বাজার সম্প্রসারণে সরকার প্রদত্ত আর্থিক সুবিধা ও নানামুখী উদ্যোগ বিবেচনা করা হয়েছে।
সোনালীনিউজ/এমএএইচ
আপনার মতামত লিখুন :