• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে জাতীয় শোক দিবস পালিত 


নিজস্ব প্রতিনিধি আগস্ট ১৫, ২০২২, ০২:৪৭ পিএম
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে জাতীয় শোক দিবস পালিত 

ঢাকা: দিনব্যাপী নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। সোমবার (১৫ আগস্ট) সকালে ব্যাংকের প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে কর্মসূচির শুরু হয়। 

ব্যাংকের পরিচালক আলহাজ্ব ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ এবং  ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরীর নেতৃত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পঁচাত্তরের ১৫ আগস্ট নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়। এরপর গরিব ও দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

এছাড়া দিনের কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর হাজারীবাগে আল-আরাফাহ্ ইসলামিক ইন্ট্যারন্যাশনাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বৃক্ষরোপণ করেন। এই কর্মসূচির আওতায় ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে দেশব্যাপী ৫ হাজার গাছের চারা রোপণ করা হবে। 

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এস এম জাফর, শাব্বির আহমেদ, মোঃ শফিকুর রহমান, সৈয়দ মাসুদুল বারী, আবদুল্লাহ আল মামুনসহ ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ এবং বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন। 

সোনালীনিউজ/এসআই

Wordbridge School
Link copied!