• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০

অরিজা এগ্রোর লভ্যাংশ ঘোষণা


নিজস্ব প্রতিনিধি সেপ্টেম্বর ১১, ২০২২, ১২:৫৪ পিএম
অরিজা এগ্রোর লভ্যাংশ ঘোষণা

ফাইল ছবি

ঢাকা : পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএমই মার্কেটের অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। 

রোববার (১১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ১.১৯ টাকা। আর ২০২২ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১৮.৫০ টাকায়।

শেয়ারহোল্ডারদের মাঝে লভ্যাংশ বিতরণে অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ০১ ডিসেম্বর। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ সেপ্টেম্বর।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!