• ঢাকা
  • শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০

সহজ ব্যাংক ঋণের কারণে পুঁজিবাজারে ভালো কোম্পানি আসে না: খায়রুল হোসেন


নিজস্ব প্রতিনিধি সেপ্টেম্বর ১৭, ২০২২, ০৪:০৪ পিএম
সহজ ব্যাংক ঋণের কারণে পুঁজিবাজারে ভালো কোম্পানি আসে না: খায়রুল হোসেন

ঢাকা : আমাদের শেয়ার মার্কেট সঠিকভাবে উন্নয়ন হচ্ছে না। ভালো কোম্পানিগুলো বাজারে আসছে না। নতুন নতুন কোম্পানিগুলো আসার মতো সুযোগও তৈরি হচ্ছে না। যেখানে ভালো কোম্পানিগুলোকে ঋণ দিতে ব্যাংক মুখিয়ে আছে, সেখানে তারা ক্যাপিটাল মার্কেটে ভালো সুযোগ না পেলে তারা কেন আসবে? সুতরাং যতদিন ব্যাংকের লং টার্ম লোন দেয়ার তারল্য থাকবে। ততদিন ভালো কোম্পানি এখানে আসতে আগ্রহ দেখাবে না বলে মন্তব্য করেন বিএসইসির সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. খায়রুল হোসেন।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় হোটেল ওয়েষ্টিনে সিএমজেএফ ও বিএমবিএ যৌথভাবে আয়োজিত 'বাংলাদেশের পুঁজিবাজার: বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ সব কথা বলেন।

খাইরুল হোসেন বলেন, পৃথিবীর সব দেশের ক্যাপিটাল মার্কেটেই ভোলাটিলিটি আছে। কিন্তু বাংলাদেশের মতো এতটা নেই কোথাও। আমাদের ইনভেস্টমেন্ট কম, মিউচুয়াল ফান্ডর আকার ছোট। আমাদের দেশে অাইনের ঘারতি নেই। আমাদের ক্যাপিটাল মার্কেটে বড় কোম্পানি না আসার ক্ষেত্রে বড় সমস্যা হচ্ছে অ্যাওয়ারনেস। এছাড়া ব্যাংকগুলো লং টার্ম লোন দেয়ায় তারা নিরুৎসাহিত হয়।

তিনি বলেন, আমাদের পাশ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও প্রচুর নন-পার্ফমেন্স কোম্পানি রয়েছে। এক্ষেত্রে আইপিও অনুমোদন দেয়ার সময়ের ফাইন্যান্সিয়াল এনালাইসিসের কোন ব্যর্থতাকে বুঝায় না, বরং আইপিওতে আসার পরও অনেক কোম্পানি খারাপ হয়।

বিএসইসির সাবেক চেয়ারম্যান বলেন, যারা ভালো কোম্পানি না আসায় বিনিয়োগকারীরা ইনভেস্টমেন্টের সুযোগ পাচ্ছে না। ইনসেন্টিভ দিয়ে ভালো কোম্পানি আনার কথা বলা হলেও তা বাস্তবায়ন সম্ভব হচ্চৈ না। একইসঙ্গে করপোরেট কর হারের ব্যবধান বাড়ালেও কোম্পানিগুলো আসতে আগ্রহ দেখাবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশের পুঁজিবাজারে ৫-১০ শতাংশের বেশি কোম্পানি ফেসভ্যালুর নিচে শেয়ার দর কিন্তু পাশবর্তী ভারতেও প্রায় ৪৫ শতাংশ শেয়ার ফেসভেলুর নিচে। সেই দিক থেকে আমাদের মার্কেট অনেকটাই ভালো।

ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সভাপতি জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ)সভাপতি মো. ছায়েদুর রহমান। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিএমবিএ'র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান সিএফএ।

এছাড়াও উপস্থিত ছিলেন, পুঁজিবাজার স্থিতিশীলতা তহবিলের চেয়ারম্যান, সাবেক মুখ্যসচিব নজিবুর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মো: জাহিদ হাসান, বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আল-আমিন, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও, সিএফএ সোসাইটির প্রেসিডেন্ট ডনার শাহীন ইকবাল, ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট বাংলাদেশ (আইসিএমএবি) এর প্রেসিডেন্ট মামুনুর রশীদ এফসিএমএ, ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ বাংলাদেশ (আইসিএসবি) এর প্রেসিডেন্ট মোজাফফর আহমেদ এফসিএমএ এফসিএস, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বাংলাদেশ (আইসিএবি) এর কাউন্সিল সদস্য গোপাল চন্দ্র ঘোষ।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!