• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

আইডিএলসি ফাইন্যান্সের জিরো কুপন বন্ড ছাড়ার সিদ্ধান্ত


নিজস্ব প্রতিনিধি সেপ্টেম্বর ২০, ২০২২, ০৮:৫৯ এএম
আইডিএলসি ফাইন্যান্সের জিরো কুপন বন্ড ছাড়ার সিদ্ধান্ত

ফাইল ছবি

ঢাকা : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ৫০০ কোটি টাকার জিরো কুপন বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।

গতকাল সোমবার অনুষ্ঠিত কোম্পানিটির ৩১৮তম পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে অনুমোদন নেয়া হয়েছে। আইডিএলসি ফাইন্যান্স সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৫০০ কোটি টাকার আনসিকিউরিড নন-কনভার্টিবল জিরো কুপন বন্ড ইস্যু করতে চায় আইডিএলসি ফাইন্যান্স। এ বন্ডের মেয়াদ হবে দুই বছর। বন্ডটি ইস্যুর অনুমোদন চেয়ে নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করবে আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানিটি।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের মোট ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে আইডিএলসি ফাইন্যান্স। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে আইডিএলসি ফাইন্যান্সের কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ২১১ কোটি ৬০ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরে নিট মুনাফা ছিল ২৫৪ কোটি ৫ লাখ টাকা। এ সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৫ টাকা ৩৪ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৬ টাকা ৪২ পয়সায়। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৪২ টাকা ৪১ পয়সা।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!