• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

রেস্তোরাঁ খাতকে শিল্প ঘোষণা, মালিক সমিতির ধন্যবাদ


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৩, ২০২২, ০৮:০৮ পিএম
রেস্তোরাঁ খাতকে শিল্প ঘোষণা, মালিক সমিতির ধন্যবাদ

ঢাকা: হোটেল-রেস্তোরাঁ খাতকে শিল্পের মর্যাদা দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে এই খাত অন্যান্য শিল্পের মতো হোটেল-রেস্তোরাঁও শিল্পের নানা সহায়তার সঙ্গে সহজ শর্তে ঋণ ও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবে।

বুধবার (২৩ নভেম্বর) বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি এ তথ্য জানিয়েছে।এজন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি। 

মালিক সমিতি জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপদ খাদ্য বাস্তবায়নের ঘোষণা দ্রুত ও স্থায়ীভাবে কার্যকর করায় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্পসচিব জাকিয়া সুলতানার ঐকান্তিক চেষ্টায় রেস্তোরাঁ সেক্টরটিকে শিল্পের মর্যাদা দেওয়া হয়েছে। এই ঘোষণার সঙ্গে সঙ্গে রেস্তোরাঁ সেক্টরটি এক ধাপ এগিয়ে গেল।

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির নিরাপদ খাদ্য বাস্তবায়নে দৃঢ় প্রত্যয়ের কারণে শিল্পের মর্যাদা অর্জন করেছে রেস্তোরাঁ সেক্টরটি। এর আগে গত ২৯ সেপ্টেম্বর রেস্তোরাঁ সেক্টরটিকে শিল্পের মর্যাদা প্রদান পূর্বক ‌‘বাংলাদেশ গেজেট’ প্রকাশ হয়।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!