• ঢাকা
  • বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

সবজিতে কিছুটা স্বস্তি, রসুন ও লেবুতে আগুন


সাব্বির হোসেন  ফেব্রুয়ারি ৩, ২০২৩, ১১:২৬ এএম
সবজিতে কিছুটা স্বস্তি, রসুন ও লেবুতে আগুন

ঢাকা: সপ্তাহ ব্যবধানে বাজারে তুলনামূলক দাম কমেছে শীতকালীন সবজির। তবে দাম বেড়েছে রসুন ও লেবুর। এছাড়া বাজারে অপরিবর্তিত আছে অন্য সব পণ্যের দাম। 

শুক্রবার (৩ ফেব্রুয়ারি ) রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে, খোলা আটার কেজি বিক্রি হচ্ছে ৫৫ টাকা। প্যাকেট আটার কেজি ৬৫ টাকা। আগে কেজি ছিল ৭০ টাকা। ২ কেজির প্যাকেট আটা বিক্রি হচ্ছে ১৩৫টাকায়। আগে কেজির প্যাকেট ছিল ১৪০ টাকা।

এসব বাজারে দেশি মসুরের ডালের কেজি বিক্রি হচ্ছে ১৪০ টাকা। ইন্ডিয়ান মসুরের ডালের কেজি ১০০ টাকা। বাজারে সয়াবিন তেলের লিটার বিক্রি হচ্ছে ১৮৭ টাকা। লবনের কেজি বিক্রি হচ্ছে মোটা ও চিকন ভেদে ৩০-৪০ টাকা। খোলা চিনির দাম অপরিবর্তিত। প্রতি কেজি ১১৫  টাকা।

বাজারে তুলনামূলক কম দাম শীতকালীন সবজির। আকার ভেদে বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে ২৫–৩০ টাকায়। শসা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। লম্বা ও গোল বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৪০-৭০ টাকা। টমেটো কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩০-৩৫টাকা। শিমের কেজি প্রকারভেদে ৪০-৫০–৬০ টাকা। করলা কেজি প্রতি ১০০ টাকা গত সপ্তম ছিলো ৮০ টাকা।, চাল কুমড়া প্রতিটি ৫০-৬০ টাকা,দাম কমে লাউ প্রতিটি আকারভেদে বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়, মিষ্টি কুমড়ার কেজি ৪০-৪৫ টাকা, চিচিঙ্গা ৬০, পটল ৬০, ঢেঁড়স ১০০, কচুর লতি ৯০-১০০, পেঁপে ২৫-৩০, বরবটি ৯০-১০০ ও ধুন্দুল ৬৫-৭০ টাকা কেজি।  

বাজারে কাঁচামরিচ প্রতিকেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। আগে কাঁচামরিচের কেজি ছিল ৯০ থেকে ১০০টাকা। এছাড়া বাজারে কাঁচকলার হালি বিক্রি হচ্ছে ২০-৩০ টাকায়। লেবুর হালি বিক্রি হচ্ছে ৪০ টাকা। গত সপ্তাহে লেবুর হালি ছিলো ২০–২৫ টাকা। বাজারে আলুর কেজি এখন ২৫ থেকে ৩০ টাকা।

মসলার বাজারে দাম বেড়েছে রসুনের। প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৭০–১৮০ টাকায়। দেশি আদা ১২০-১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চায়না আদা প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা। দেশি আদা ১২০ টাকা।নতুন পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা। আলু কেজি প্রতি ২৫ টাকা।

এছাড়া বাজারে দাম বেড়েছে ফার্মের মুরগির ডিমের। ডজন বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। এক সপ্তাহ আগে ডজন বিক্রি হত ১২৫ টাকায়। হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ২১০-২২০ টাকা। দেশি মুরগির ডিমের ডজন ১৭০–১৮০ টাকা।

দাম বেড়েছে মুরগির। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা। গত সপ্তাহে ছিলো ১৫০ টাকা। সোনালি মুরগির দাম কেজি বিক্রি হচ্ছে ২৭০–২৮০টাকা। লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৬০–২৭০টাকায়।  

বাজারে গরুর মাংসের কেজি ৭০০–৭২০ টাকায় টাকা। খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে ৯০০–১০০ টাকায়।  

মাছের বাজারে ১ কেজি সাইজের ইলিশ ১১০০ টাকা কেজি। রুই কেজি প্রকারভেদে প্রতি পিচ ৩৩০–৩০০–২৫০ টাকা। তেলাপিয়া কেজি প্রতি ২০০ টাকা। শিং মাছ প্রকারভেদে ৪০০–৪৫০ টাকা কেজি। পাঙ্গাস বড় সাইজের ২.৫ কেজির উপরে ১৭০ টাকা। ১ কেজি বা তার নিছে ১৫০ টাকা।

সোনালীনিউজ/এম

Wordbridge School
Link copied!