• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সবজির দাম স্থিতিশীল, মুরগি ধরাছোঁয়ার বাইরে 


মোঃ সাব্বির হোসেন  ফেব্রুয়ারি ১০, ২০২৩, ১১:১০ এএম
সবজির দাম স্থিতিশীল, মুরগি ধরাছোঁয়ার বাইরে 

ঢাকা: সপ্তাহ ব্যবধানে বাজারে তুলনামূলক দাম স্থিতিশীল রয়েছে শীতকালীন সবজির। তবে দাম বেড়েছে রসুন, মরিচ ও ব্রয়লার মুরগির। এছাড়া বাজারে অপরিবর্তিত আছে অন্য সব পণ্যের দাম। 

শুক্রবার (১০ ফেব্রুয়ারি ) রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে, খোলা আটার কেজি বিক্রি হচ্ছে ৫৫ টাকা। প্যাকেট আটার কেজি ৬৫ টাকা। আগে কেজি ছিল ৭০ টাকা। ২ কেজির প্যাকেট আটা বিক্রি হচ্ছে ১৩০টাকায়।এসব বাজারে দেশি মসুরের ডালের কেজি বিক্রি হচ্ছে ১৪০ টাকা। ইন্ডিয়ান মসুরের ডালের কেজি ১০০ টাকা। বাজারে সয়াবিন তেলের লিটার বিক্রি হচ্ছে ১৮৭ টাকা। লবনের কেজি বিক্রি হচ্ছে মোটা ও চিকন ভেদে ৩০-৪০ টাকা। খোলা চিনির দাম একটু কম প্রতি কেজি ১১০ টাকা। গত সপ্তাহে ১১৫ টাকা ছিলো।

বাজারে তুলনামূলক কম দাম শীতকালীন সবজির। আকার ভেদে বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে ২৫–৩০ টাকায়। শসা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। লম্বা ও গোল বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকা। টমেটো কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩০টাকা। শিমের কেজি প্রকারভেদে ৪০-৫০ টাকা। করলা কেজি প্রতি ১২০ টাকা গত সপ্তাহে ছিলো ১০০ টাকা।চাল কুমড়া প্রতিটি ৪০-৫০ টাকা,দাম কমে লাউ প্রতিটি আকারভেদে বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়, মিষ্টি কুমড়ার কেজি ৩৫-৪০ টাকা, চিচিঙ্গা ৬০, ঢেঁড়স ১০০, কচুর লতি ৯০-১০০, পেঁপে ২৫-৩০, বরবটি ৯০-১০০।  

বাজারে কাঁচামরিচ প্রতিকেজি বিক্রি হচ্ছে ১২০ টাকায়।গত সপ্তাহে কাঁচামরিচের ১০০টাকা। এছাড়া বাজারে কাঁচকলার হালি বিক্রি হচ্ছে ২০-৩০ টাকায়। লেবুর হালি বিক্রি হচ্ছে ৪০ টাকা। গত সপ্তাহে লেবুর হালি ছিলো ৩০ টাকা। বাজারে আলুর কেজি এখন ২৮ থেকে ৩০ টাকা।

মসলার বাজারে দাম বেড়েছে রসুনের। চায়না রসুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ২১০–২২০ টাকায়। গত সপ্তাহে ছিলো ১৯০–২০০। দেশি রসুন ১৬০ টাকা।

দেশি আদা ১২০  টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চায়না আদা দাম কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে ২২০ টাকা। নতুন পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা। আলু কেজি প্রতি ২৫ টাকা।

এছাড়া বাজারে দাম বেড়েছে ফার্মের মুরগির ডিমের। ডজন বিক্রি হচ্ছে ১৪০টাকায়। এক সপ্তাহ আগে ডজন বিক্রি হত ১৩৫ টাকায়। হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ২১০-২২০ টাকা। দেশি মুরগির ডিমের ডজন ১৭০–১৮০ টাকা।

বাজারে গরুর মাংসের কেজি ৭০০–৭২০ টাকা টাকা। খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে ১১০০ টাকায়।  মাছের বাজারে ১ কেজি সাইজের ইলিশ ১২০০ –১৩০০টাকা কেজি। ১ কেজির নিচে ১১০০–১২০০ টাকা। রুই কেজি প্রকারভেদে প্রতি পিচ ৩৩০–৩০০–২৫০ টাকা। তেলাপিয়া কেজি প্রতি ২০০ টাকা। শিং মাছ প্রকারভেদে ৪০০–৪৫০ টাকা কেজি। পাঙ্গাস বড় সাইজের ২.৫ কেজির উপরে ১৭০ টাকা। ১ কেজি বা তার নিছে ১৫০ টাকা।

বাজারে আকাশচুম্বী দাম ব্রয়লার মুরগির কেজি প্রতি বিক্রি ২১০ টাকা। যা গত সপ্তাহে ছিলো ১৭০–১৮০ টাকা ছিলো।

সোনালীনিউজ/এম

Wordbridge School
Link copied!