• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

ব্যাংকাস্যুরেন্স অবিলম্বে বন্ধের আহ্বান বিএনআইএ’র


নিজস্ব প্রতিবেদক জুন ৪, ২০২৩, ০৪:২১ পিএম
ব্যাংকাস্যুরেন্স অবিলম্বে বন্ধের আহ্বান বিএনআইএ’র

ঢাকা: ব্যাংকাস্যুরেন্স প্রকল্পটি চালু হলে লক্ষ লক্ষ বীমা কর্মী বেকারত্ব জীবনের চরম সংকটে নিপতিত হবে। ফল বীমা শিল্পে বিশৃঙ্খলা দেখা দিবে বলে জানায় বাংলাদেশ নন-লাইফ ইন্স্যুরেন্স ইনচার্জ এসোসিয়েশন (বিএনআইএ)।

রোববার (০৪ জুন) বিএনআইএ’র সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা বীমা শিল্পে কর্মরত হাজার হাজার কমী গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি, ব্যাংকাস্যুরেন্স চালু প্রত্রিয়াধীন রয়েছে। এই প্রকল্পটি চালু হরে দীর্ঘ অনেক বছর বীমা শিল্পে কর্মরত কর্মীদের কর্মের পরিধি সংকুচিত হবে। ফলে লক্ষ লক্ষ বীমা কর্মী বেকারত্ব নামক অভিশপ্ত জীবনের চরম সংকটে নিপতিত হবে। ফলশ্রতিতে বীমা শিল্প বিশৃঙ্খলা দেখা দিবে বলে বাংলাদেশ নন-লাইফ ইন্স্যরেন্স ইনচার্জ এসোসিয়েশন মনে করে। যা কোন অবস্থাতেই কাম্য নয়। উক্ত প্রকল্পটি অবিলম্বে বন্ধ করা হউক।

‘জাতির জনক বঙ্গবন্ধু’ এই মহান পেশায় নিয়োজিত ছিলেন। বর্তমান সরকার ১ই মার্চ "জাতীয় বীমা দিবস" ঘোষনা করেন।

বিএনআইএ বীমা শিল্পের উন্নয়নে এক ঝাক নিবেদিত প্রাণ। তারা মনে করে বর্তমান জনবান্ধব সরকার বীমা কর্মীদের স্বার্থ বিরোধী কোন কার্যক্রম গ্রহণ করবে না।

উক্ত প্রকল্পটি বন্ধের মাধ্যমে বীমা শিল্পকে রক্ষা করা হউক।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!