• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কমেছে সয়াবিন তেলের দাম


নিজস্ব প্রতিবেদক জুন ১১, ২০২৩, ১২:১০ পিএম
কমেছে সয়াবিন তেলের দাম

ঢাকা: বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৪ টাকা কমছে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৮৯ টাকা। আগের দাম ছিল ১৯৯ টাকা।

রোববার (১১ জুন) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ কথা জানান।

তিনি জানান, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১০ টাকা কমে ১৮৯ টাকা এবং পাম তেলের দাম লিটারে ২ টাকা কমে ১৩৩ টাকা করা হয়েছে। খোলা তেলের দাম কমে ১৬৭ টাকা করা হয়েছে।

ঈদুল আজহার আগে সয়াবিন ও পাম তেলের দাম আরও কমতে পারে বলে জানান সচিব তপন কান্তি ঘোষ।

তিনি জানান, আন্তর্জাতিক বাজারে দাম স্থিতিশীল থাকলে চিনির দামও কমতে পারে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!