• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বন্ড ছেড়ে ১৬৮ কোটি টাকা সংগ্রহ করবে রানার অটো


নিজস্ব প্রতিবেদক জুন ১৯, ২০২৩, ০৬:৩০ পিএম
বন্ড ছেড়ে ১৬৮ কোটি টাকা সংগ্রহ করবে রানার অটো

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসির বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই বন্ডের মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে ১৬৭ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহ করবে।

সোমবার (১৯ জুন) অনুষ্ঠিত বিএসইসির ৮৭২তম বৈঠকে এই অনুমোন দেওয়া হয়েছে।বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত বন্ডের মেয়াদ হবে ৭ বছর। এটি হবে রূপান্তর-অযোগ্য (Partially Convertible) অর্থাৎ এই বন্ডের কোনো অংশ শেয়ারে রূপান্তর হবে না। এটি একইসঙ্গে Fully Redeemable, অর্থাৎ মেয়াদ শেষে এই বন্ডের সম্পূর্ণ অবসায়ন হবে।

আলোচিত বন্ডটি হবে কুপনযুক্ত। এর কুপন তথা সুদের হার হবে ৮.৫০% থেকে ৯%। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও উচ্চ সম্পদধারী ব্যক্তি বিনিয়োগকারীদের মধ্যে এই বন্ড বরাদ্দ করা হবে।

বন্ডের মাধ্যমে উত্তোলিত অর্থ কোম্পানির কাস্টমারদের ঋণ সুবিধা দেওয়া, সোলার প্ল্যান্ট নির্মাণ ও বন্ড ইস্যুর খরচ মেটাতে ব্যয় করা হবে। এই বন্ডের লিড অ্যারেঞ্জার গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড। আর এর ট্রাস্টির দায়িত্বে আছে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি।

সোনালীনিউজ/এএইচ/আইএ

Wordbridge School
Link copied!