• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

কাঁচা মরিচ ও টমেটো আমদানির অনুমোদন


নিজস্ব প্রতিবেদক জুন ২৬, ২০২৩, ১১:২২ এএম
কাঁচা মরিচ ও টমেটো আমদানির অনুমোদন

ঢাকা : কাঁচা মরিচ ও টমেটো আমদানির অনুমোদন দিয়েছে সরকার।

রোববার (২৫ জুন) সকালে এ অনুমতি দেওয়া হয়েছে বলে কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সম্প্রতি বাজারে এ দুটি পণ্যের দাম বেড়ে যাওয়ায় সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

কৃষি মন্ত্রণালয় থেকে জানানো হয়, কাঁচা মরিচ ও টমেটো আমদানির অনুমতি বা আইপি রবিবার সকাল থেকে দেওয়া হচ্ছে। রবিবার সারা দিনে মোট ৩০টি আইপি দেওয়া হয়েছে। এর মাধ্যমে ১১ হাজার ৬০০ টন কাঁচা মরিচ আসবে।

অন্যদিকে ৬৮টি আইপির বিপরীতে ৫৫ হাজার ৬০০ টন টমেটো আমদানির অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সঙ্গনিরোধ শাখা জানিয়েছে, বাজারে কাঁচা মরিচের দাম অন্য যে কোনো সময়ের দামের তুলনায় অনেক বেড়েছে। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। দ্রুত বাজারে কাঁচা মরিচের সরবরাহ বাড়বে এবং দাম কমে আসবে আশা করছেন অধিদপ্তর কর্মকর্তারা।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!