• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
চলতি বছরের প্রথম ছয় মাসের প্রতিবেদন 

শ্রীলঙ্কা ও ভারতের চেয়ে বাংলাদেশের পুঁজিবাজারে রিটার্ন কম


আবদুল হাকিম  জুলাই ৬, ২০২৩, ১২:০২ পিএম
শ্রীলঙ্কা ও ভারতের চেয়ে বাংলাদেশের পুঁজিবাজারে রিটার্ন কম

ঢাকা: বাংলাদেশের পুঁজিবাজার চলতি বছরের প্রথম ছয় মাস (জানুয়ারি-জুন) মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে পার করেছে। এসময়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স সামান্য বাড়লেও বাছাইকৃত ৩০টি শেয়ারের সমন্বয় গঠিত ব্লু-চিপ সুচক ডিএস-৩০ কমতে দেখা গেছে।

ছয় মাসে ডিএসইএক্স সূচকে রিটার্ন এসেছে ২ দশমিক ২০ শতাংশ। এ রিটার্ন পাশ্ববর্তী দেশ শ্রীলঙ্কা, ভারত ও ভিয়েতনামের পুঁজিবাজারে তুলনায় কম। আর মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারের তুলনায় যা অনেক কম। তবে এ সময়ে ডিএসইএক্সের রিটার্ন পাকিস্তান, যুক্তরাজ্য ও ইন্দোনেশিয়ার পুঁজিবাজারের তুলনায় ভালো অবস্থানে রয়েছে। 

গ্রীণ ডেল্টা ড্রাগন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ২০২৩ সালের প্রথম ছয় মাসের বিশ্ব পুঁজিবাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে। 

প্রতিবেদন অনুসারে, চলতি বছরের জুন শেষে ডিএসইএক্স সূচক ১৩৭ দশমিক ৩০ পয়েন্ট বা ২ দশমিক ২০ শতাংশ বেড়ে ৬ হাজার ৩৪৪ পয়েন্টে অবস্থান নিয়েছে। গত বছরের ডিসেম্বর শেষে সূচকটির অবস্থান ছিল ৬ হাজার ২০৭ পয়েন্টে। যুক্তরাষ্ট্রের প্রধান সূচক এসএণ্ডপি ৫০০ জুন শেষে ৪ হাজার ৪৫০ দশমিক ৪০ পয়েন্টে অবস্থান নিয়েছে। গত ছয় মাসে সূচকটি ১৫ দশমিক ৯০ শতাংশ বেড়েছে। ভিয়েতনামের ভিএনআই সূচক এ সময়ের ব্যবধানে ১১ দশমিক ৪০ শতাংশ বেড়েছে। জুন শেষে সূচকটির অবস্থান ১ হাজার ১২৩ দশমিক ১০ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া শ্রীলঙ্কার সিএসই অল-শেয়ার ও ভারতের বিএসই সেনসেক্স সূচক দুটি গত ছয় মাসে ১১ দশমিক ১০ শতাংশ ও ৬ দশমিক ৪০ শতাংশ হারে বেড়েছে। জুন শেষে সূচক দুটির অবস্থান যথাক্রমে ৯ হাজার ৪৪৩ পয়েন্ট ও ৬৪ হাজার ৭১৮ দশমিক ৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। 

এদিকে পাশ্ববর্তী দেশ শ্রীলঙ্কা, ভারত ও ভিয়েতনামের পুঁজিবাজারে বেশি রিটার্ন আসলেও গত ছয় মাসে পাকিস্তানের প্রধান সূচক করাচি ১০০-এ ডিএসইএক্সের সমতুল্য ২ দশমিক ২০ শতাংশ রিটার্ন এসেছে। জুন শেষে করাচি ১০০ সূচক ৪১ হাজার ৩২৬ দশমিক ৫০ পয়েন্টে অবস্থান নিয়েছে। গত ছয় মাসে যুক্তরাজ্যের পুঁজিবাজারের প্রধান সূচক এফটিএসই ১০০ সূচকে ১ দশমিক ১০ শতাংশ রিটার্ন এসেছে। জুন শেষে সূচকটি ৭ হাজার ৫৩১ দশমিক ৫০ পয়েন্টে অবস্থান নিয়েছে। আর ইন্দোনেশিয়ার পুঁজিবাজারের সূচক আইডিএক্স কম্পোজিটে গত ছয় মাসে ২ দশমিক ৮০ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে। জুন শেষে সূচকটির অবস্থান দাঁড়িয়েছে ৬ হাজার ৬৬১ দশমিক ৯০ পয়েন্টে।

সোনালীনিউজ/এম

Wordbridge School
Link copied!