• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

স্পেশালাইজড হসপিটাল করবে জেএমআই হসপিটাল রিক্যুইজিট


নিজস্ব প্রতিবেদক জুলাই ৩১, ২০২৩, ০১:৫২ পিএম
স্পেশালাইজড হসপিটাল করবে জেএমআই হসপিটাল রিক্যুইজিট

ঢাকা : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানু: লিমিটেড একটি হাসপাতাল প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে একটি সহযোগী প্রতিষ্ঠান গঠন করবে জেএমআই হসপিটাল রিক্যুইজিট। এর নাম হবে- জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেড।

সোমবার (৩১ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

রোববার (৩০ জুলাই) অনুষ্ঠিত জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানু: লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র অনুসারে, জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের অনুমোদিত মূলধন হবে ৫০ কোটি টাকা। আর ২০ কোটি টাকা হবে এর পরিশোধিত মূলধন। কোম্পানিটির ৬৫ শতাংশ শেয়ার ধারণ করবে জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানু: লিমিটেড। আগামী বছরের জুলাই মাসের মধ্যে এটি চালু হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

সোনালীনিউজ/এমটিআই

 

Wordbridge School
Link copied!