• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ফেসবুক অ্যাকাউন্ট ও গ্রুপ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা 


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২১, ২০২৩, ১১:৫৭ এএম
ফেসবুক অ্যাকাউন্ট ও গ্রুপ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা 

ঢাকা: ফেসবুকে কেন্দ্রীয় ব্যাংক লোগো ব্যবহার করে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। অনলাইনে তথ্য প্রচার করা হচ্ছে। যা সঠিক নয় বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া আর্থিক খাতের নিয়ন্ত্রণকারী এ সংস্থার নিজস্ব কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা গ্রুপও নেই বলে জানানো হয়েছে।

রোববার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ও অনলাইনে রিক্রুটমেন্ট বিষয়ে বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করে মিথ্যা বা ভুয়া তথ্য প্রচারিত হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের এ ধরনের কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা গ্রুপ নেই। প্রচারণায় বিভ্রান্ত না হতে সাধারণ মানুষকে অনুরোধ করেছে সংস্থাটি।

এসব প্রচারণায় বা প্রচারিত তথ্যের প্রভাবে কেউ কোনো প্রকার ক্ষতি, অসুবিধা সম্মুখীন হলে এর জন্য বাংলাদেশ ব্যাংক দায়ী থাকবে না বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এআর

Wordbridge School
Link copied!