• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১

ইফাদ অটোসের ৩০০ কোটি টাকার বন্ডে আবেদনের মেয়াদ বেড়েছে


নিজস্ব প্রতিবেদক  সেপ্টেম্বর ২৬, ২০২৩, ১২:১৩ পিএম
ইফাদ অটোসের ৩০০ কোটি টাকার বন্ডে আবেদনের মেয়াদ বেড়েছে

ঢাকা: ইফাদ অটোস লিমিটেডের বন্ড ইস্যুর মেয়াদ বেড়েছে। কোম্পানিটির ৩০০ কোটি টাকার নন-কনভার্টেবল, সিকিউরিড, ফুল্লি রিডেম্বল, ফ্লোটিং রেট কুপন বিয়ারিং কর্পোরেট বন্ড ইস্যুর মেয়াদ বাড়িয়েছে বিএসইসি।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ইফাদের বন্ডে আবেদনের জন্য আরও ৬ মাস সময় বাড়িয়েছে। এছাড়া বন্ড ইস্যুর অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

জানা গেছে, এই বন্ডের সর্বনিম্ন কুপন হার ৬% এবং প্রতি ইউনিট অভিহিত মূল্য এক কোটি টাকা। বন্ডের মেয়াদ ৫ বছর। আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, কর্পোরেট ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের মাঝে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে।

এই বন্ডের টাকায় ইফাদ অটোস তাদের সহযোগী কোম্পানি ইফাদ মাল্টি প্রোডাস্টস লিমিটেডে ইক্যুইটি বিনিয়োগ করবে এবং নিজস্ব চলতি মূলধনে বিনিয়োগ করবে।

ইসি সিকিউরিটিজ লিমিটেড বন্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করছে। এছাড়াও শর্তানুযায়ী বন্ডটি অলটারনেটিভ ট্রেডিং বোর্ডের অন্তর্ভুক্ত হবে।

এমএস

Wordbridge School
Link copied!