• ঢাকা
  • বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

পেছাল বাণিজ্য মেলা


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২৫, ২০২৩, ০৬:৪৪ পিএম
পেছাল বাণিজ্য মেলা

ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নতুন বছরের প্রথম দিনের পরিবর্তে ১৫ জানুয়ারি বাণিজ্য মেলা শুরুর পরিকল্পনা করছে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

মেলার পরিচালক, ইপিবি সচিব বিবেক সরকার সোমবার (২৫ ডিসেম্বর) সাংবাদিকদের বলেন, আগামী ১৫ জানুয়ারি থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৮তম আসর শুরু করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চলাচ্ছি। তবে সেটা জাতীয় নির্বাচন এবং নির্বাচন পরবর্তী নতুন সরকার গঠন, সব কিছুর ওপর নির্ভর করছে।

তিনি আরও বলেন, আমি এই মুহূর্তে পূর্বাচলে বাণিজ্য মেলা প্রাঙ্গণে আছি। এখানে বিভিন্ন ধরনের প্রস্তুতিমূলক কাজ চলছে। দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলোর নামের স্টল বরাদ্দ দেওয়ার কাজ ৯০ শতাংশই শেষ হয়েছে। বাকি সব কিছু নির্ভর করছে রাজনৈতিক পরিস্থিতির ওপর।

গত দুই বছর ধরে ঢাকার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) হচ্ছে বাণিজ্য মেলা। আগামী বছর তৃতীয়বারের মতো সেখানে মেলা হবে।

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে আগামী ৭ জানুয়ারি। ভোট ঘিরে চলছে প্রার্থীদের প্রচার কাজ।

এমএস

Wordbridge School
Link copied!